অবতরণের কয়েক মিনিট আগে কী কারণে বাধা এল সেই নিয়ে এখনও তেমনভাবে কিছু জানাননি ইসরোর মহাকাশবিজ্ঞানীরা। জানা গেছে, ল্যান্ডার থেকে সঙ্কেত পাওয়ার চেষ্টা চলছে। ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছেন, চাঁদের মাটি থেরে ঠিক ২.১ কিলোমিটার দূরত্বে ল্যান্ডারে সঙ্গে আচমকাই যোগাযোগ ছিন্ন হয়ে যায়।
ইসরো থেকে বলা হয়েছে, চাঁদে সফট ল্যান্ডিং করার কথা ছিল ল্যান্ডার বিক্রমের। চাঁদ থেকে সে যখন মাত্র দু’কিলোমিটারের সামান্য বেশি দূরত্বে, তখন তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
Be the first to comment