শপথ নিলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল জগদীপ ধনখড়। গতকালই বিমানবন্দরে রাজ্যপালকে গার্ড অফ অনার দেওয়া হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, পূর্ণেন্দু বসু, ব্রাত্য বসু। ছিলেন মুখ্যসচিব মলয় দে, ডিজি বীরেন্দ্র সিং। আজ অর্থাৎ ৩০ জুলাই রাজ্যপাল পদে শপথ নিলেন তিনি।
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর পরিবর্তে পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হলেন জগদীপ ধনখড়। আজ বেলা ১২.৩০ শে শপথ নেন তিনি। রাজভবনের কেন্দ্রীয় হলে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। মুখ্যমন্ত্রী আজ ৩৬৫টি গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন রাজ্যপালকে । আজকের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানও। হাইকোর্টের প্রধান বিচারপতি টিবি নায়ার রাধাকৃষ্ণান নবনিযুক্ত রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান।
Be the first to comment