নিজস্ব প্রতিনিধি:-
সরকারের ‘শেষ চেষ্টা’র জেরে নিজেদের শর্ত থেকে সরে এসেই সোমবার বিকালে কালিঘাটের বৈঠকে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। জিবি বৈঠকের পর তাঁরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। ইতিমধ্যে কালীঘাটে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। সল্টলেকের ধরনাস্থলে বাস পৌঁছেছে। সূত্রের খবর, রাজ্য সরকারের তরফে সেই বাস পাঠানো হয়েছে। যাতে আন্দোলনকারীদের প্রতিনিধিরা যাবেন মুখ্যমন্ত্রীর বাড়িতে।
দুপুর ৩টে ৫৩ মিনিটে চিকিৎসকদের পক্ষ থেকে পাল্টা ইমেল করা হয়। সেখানে জানানো হয়েছে, জনসাধারণের স্বার্থে আজ বৈঠকে যাচ্ছেন তাঁরা। এ-ও জানানো হয়েছে, স্বচ্ছতার দাবিতে তাঁরা এখনও অনড়। বৈঠকের সরাসরি সম্প্রচার কিংবা ভিডিয়ো রেকর্ডিং একান্তই করা সম্ভব না হলে সরকারকে বৈঠকের পুঙ্খানুপুঙ্খ কার্যবিবরণী প্রকাশ করতে হবে। কার্যবিবরণী লিপিবদ্ধ করবেন ডাক্তারদের প্রতিনিধিরাও।
বিস্তারিত আসছে….
Be the first to comment