শান্তুনু সেনের নেমপ্লেট সরল কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার ঘর থেকে

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তুনু সেনকে ইতিমধ্যেই দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এবার কলকাতা পুরসভায় তাঁর যে নির্দিষ্ট ঘর ছিল, সেখান থেকে সরে গেল নেমপ্লেট। এতদিন ধরে তিনি কলকাতা পুরসভার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার পদে বহাল ছিলেন এবার সেই পদ থেকেই সরিয়ে দেওয়া হয় তাঁকে। যদিও মেয়র ফিরাদ হাকিম বলেন, ‘‘এই ধরনের কোনও পদে তিনি ছিলেন বলে আমার জানা নেই।’’
প্রসঙ্গত, আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার পর থেকে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে চলছে প্রতিবাদ। কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়ারা। এই আবহে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা মুখপাত্র শান্তনু সেন। তাঁর কন্যা আরজি করেই ডাক্তারি পড়েন। ১৪ অগস্ট রাতে আরজি করের ঘটনার প্রতিবাদে কলকাতায় মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচিতেও গিয়েছিলেন শান্তনুর স্ত্রী এবং কন্যা। ওই দিন তিনি বলেন, ‘‘আরজি কর নিয়ে কাল পর্যন্ত যা বলার বলেছি। আর কিছু বলব না। মুখপাত্র হিসাবে দলের পক্ষে কথা বলে এসেছি। কিন্তু এ ক্ষেত্রে আমার বিবেকের তাড়না রয়েছে।’’ তাঁর ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বেহালার কর্মসূচি থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কয়েক জন বলছেন, তাঁরা মুখপাত্রের পদ ছেড়ে দিয়েছেন। জেনে রাখুন, আমরা তাঁদের আগেই সরিয়ে দিয়েছি।’’ মমতা কারও নাম করেননি। তবে তৃণমূলের প্রথম সারির নেতাদের বক্তব্য ছিল, শান্তনুর উদ্দেশেই ওই কথা বলেছেন নেত্রী।


এরপরই, শনিবার দেখা যায় কলকাতা পুরসভায় তাঁর জন্য যে নির্দিষ্ট ঘরটি বরাদ্দ ছিল সেটি বন্ধ রয়েছে এবং সেই ঘরের বাইরে তাঁর নাম এবং পদের নাম লেখা স্টিকারটিও খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে শনিবার ‘টক টু মেয়র’ শেষে সাংবাদিক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, ‘‘পুরসভার স্বাস্থ্য বিষয়ক পরামর্শদাতার কোনও পদে শান্তনু ছিলেন বলে আমার জানা নেই। ওই পদে এক জনকেই চিনি। তিনি টিকে মুখোপাধ্যায়। আর কেউ ওই পদে ছিলেন না। আমি জানি না।’’
উল্লেখ্য, বুধবার মধ্য রাতে মহিলাদের ‘রাত দখল’ কর্মসূচিতে প্রাক্তন সাংসদের স্ত্রী তথা কলকাতা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ডাক্তার কাকলি সেনকে শনিবার দলীয় কাউন্সিলরদের নিয়ে তৈরি হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে বলে খবর। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের ‘নির্দেশে’ কাকলিকে ওই গ্রুপ থেকে বার করে দেওয়া হয়েছে। যদিও এই ব্যাপারে কেউই মুখ খুলতে চায় নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*