শালবনির শিলান্যাস মঞ্চ থেকে শান্তির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ‘সবাই সবাইকে ভালোবাসুন, ভালো থাকুন’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকেই মুর্শিদাবাদের কিছু অঞ্চলে অশান্তির ছবি ধরা পড়েছে। এই আবহে ইতিমধ্যেই রাজ্যবাসীর উদ্দেশ্যে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষকে খোলা চিঠি দিয়ে তিনি অনুরোধ করেছেন, যেন কেউ কোনও ধরনের উস্কানিতে প্ররোচিত না-হন। সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দাল গ্রুপের বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে গিয়েও ফের ঘুরিয়ে শান্তির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি এটুকুই চাই, সবাই সবাইকে ভালোবাসুন, ভালো থাকুন’।
এদিন তিনি সরাসরি মুর্শিদাবাদ বা ওয়াকফ ইস্যুর উল্লেখ করেননি। তবে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্য এবং ইতিবাচকতার কথা বলেন তিনি। শিলান্যাস মঞ্চ থেকে তিনি বলেন, “আমি চাই, সবাই সবাইকে ভালোবাসুক। ভারতবর্ষ একটা বিশাল দেশ। এটা ইউনিক কান্ট্রি। এখানে ভাষা, খাবার, পোশাক —সবেতেই বৈচিত্র্য রয়েছে। নানা উৎসব, সংস্কৃতি ও ভাষার মধ্যে আমরা একসঙ্গে বাস করি। আমাদের এক থাকতে হবে, যেন আমরা একটা বৃহৎ ঐক্যবদ্ধ পরিবার হই। আমরা এই ঐক্যকে শক্তিশালী করব, বিভাজন নয়।”
তিনি আরও বলেন, “সকলকে ভালোবাসুন, কাজের মধ্যে থাকুন। বাজে কথা শুনলে তা মনের মধ্যে গেঁথে যায়। কিন্তু ভালো কথা হৃদয়কে অনুপ্রাণিত করে। তাই সবসময় ইতিবাচক থাকুন, পজিটিভ কাজ করুন। পজিটিভিটি মানুষকে ভালো রাখে।”
প্রসঙ্গত, মুর্শিদাবাদের বিক্ষিপ্ত অশান্তির আবহে রাজ্যজুড়ে বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই সময়ে মুখ্যমন্ত্রীর এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়াকফ আইন বাতিলের দাবিতে অশান্তির মাঝে এর আগেও শান্তির বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে ওয়াকফ আইনের বিরোধিতাও শোনা গিয়েছে তাঁর মুখে। তিনি বলেছিলেন, “সবার অধিকার কেড়েছে এই আইন। বিজেপির কথায় দয়া করে অশান্তি করবেন না। কেউ অশান্তি করলে তা কন্ট্রোল করুন। ওয়াকফ আইন পাশ করানোর জন্য এত তাড়াহুড়ো করার কী ছিল।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*