শিলিগুড়ি বুথে ভুয়ো এজেন্ট

Spread the love

রোজদিন ডেস্ক :- প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে বাংলার তিন আসনে প্রায় ৭৭.৫৭ শতাংশ ভোট পড়েছে। কমিশনের খবর অনুযায়ী কিছু কিছু জায়গা ছাড়া নাকি নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে।

তবে বলা বাহুল্য যে শিলিগুড়ি তে বিক্ষিপ্ত জায়গায় ঝামেলার সৃষ্টি হয়। শিলিগুড়ি পুরো নিগমের ৪০ নং ওয়ার্ডের একটি বুথে আগে থেকেই একটা চাপা উত্তেজনার পারদ চড়ছিল, তারই মধ্যে ডাবগ্রাম – ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা শিখা চট্টোপাধ্যায়ের উপস্থিতি যেন তাপমাত্রা আরো বাড়িয়ে দেয়। শুরু হয় স্লোগান দুই বিপরীত দলের সমর্থক দের মধ্যে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মাঠে নামে।

ইতিমধ্যেই এই ঘটনা কমিশনের কাছে পৌঁছে যাওয়ায়, সেখানে উপস্থিত হন জলপাইগুড়ি লোকসভার পুলিশ অবজার্ভার সি এস রাও। বুথে ঢুকেই তিনি ধাক্কা দিয়ে বের করে দেন ভুয়ো পোলিং এজেন্ট কে। কেন্দ্রীয় বাহিনীর কাছে তিনি জানতে চান কেনো বাইরের লোক বিনা পরিচয় পত্রে ভেতরে ঢুকেছে? তিনি সংবাদ মাধ্যম গুলিকে জানিয়েছেন ভোট গ্রহণ ঠিক ঠাক হয়েছে। কোনো অসুবিধা হয়নি, তবে বাইরের লোক কিভাবে প্রবেশ করলো সেটা নিয়ে তদন্ত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*