বৃষ্টির হাত থেকে এখনই রেহাই মিলছে না রাজ্যবাসীর। শুক্রবারও জারি থাকবে বৃষ্টি, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে। আর আজ বৃহস্পতিবার। ৪৮ ঘন্টা কেটে গেলেও বৃষ্টি বাবাজির থামার কোনও লক্ষনই চোখে পড়ছেনা। প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকেই বৃষ্টি থামার আভাস দিয়েছিল আবহাওয়া দফতর। জানিয়েছিল নিম্নচাপ সরে যাওয়ার কথা। কিন্তু রাজ্যের ওপর থেকে অত্যন্ত ধীরে সরছে এই নিম্নচাপ। তার জেরেই চলছে বৃষ্টি। শুক্রবারও আকাশ মেঘলা থাকবে বলে জানা গিয়েছে। তবে বৃষ্টির হাত ধরেই যে রাজ্যে শীতের পথ সুগম হচ্ছে তা কিন্ত স্পষ্ট।
Be the first to comment