শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি কমিশনকে জানাল বিজেপি

Spread the love

বিধানসভা ভোটের প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা৷ চলতি মাসের শেষের দিকেই এই রাজ্যের জন্য ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন৷ সেই ভোট প্রক্রিয়ার পুরোটাই যাতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানো হয়, এবার সেই দাবি তুলল ভারতীয় জনতা পার্টি৷ শুক্রবার এই দাবি নিয়ে বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সদর দফতরে হাজির হয়৷ সেখানে তারা পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট পরিচালনা করার দাবি জানিয়েছেন৷

এদিন নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ এছাড়া ছিলেন দুই নেতা ওম পাঠক ও সঞ্জয় ময়ূখ৷

জানা গিয়েছে যে কমিশনের কাছে বিজেপির নেতারা দাবি করেছেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজ্য পুলিশ ও রাজ্য প্রশাসনের হাতে যেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দায়িত্ব না থাকে৷ কেন্দ্রীয় পর্যবেক্ষকরা যাতে এই বিষয়টি দেখেন৷ আর নির্বাচনী প্রক্রিয়ায় যেন কেন্দ্রীয় বাহিনীর সিদ্ধান্ত চূড়ান্ত হয়৷ কমিশনের কাছে ওই প্রতিনিধি দলের তরফে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়৷ তাতে রাজ্যের পুলিশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে৷

করোনার জেরে ভোটদানের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন৷ বিহারের ভোটে এর কিছুটা প্রয়োগও করা হয়৷ এই সব নিয়মের অপব্যবহার করা হতে পারে বলে আশঙ্কা করেছে বিজেপি৷ বিশেষ করে ৮০ বছরের উপর যাঁদের বয়স, তাঁদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়ায় অপব্যবহার হতে পারে বলে এদিন জানিয়েছেন স্বপন দাশগুপ্ত ৷ রাজ্যসভার এই সাংসদ এই অংশের ভোটারদের ভোটদানের জন্য বিশেষ বুথের ব্যবস্থা করার কথা বলেছেন কমিশনকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*