যত দিন যাচ্ছে, ততই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথার লড়াইয়ের উত্তাপ আরও বাড়ছে৷ নিয়মকে করে পরস্পরকে আক্রমণ করছেন দুই নেতা ৷ এবার শুভেন্দু যেখানে থাকেন, সেই কাঁথিতে গিয়ে সভা করতে চলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আগামী ৬ ফেব্রুয়ারি কাঁথিতে সভা করবেন অভিষেক ৷
শুভেন্দু বিজেপিতে যোগদানের পর পরই কাঁথিতে সভা করেছিল তৃণমূল ৷ সেই সভায় হাজির ছিলেন সৌগত রায়, ফিরহাদ হাকিমরা ৷ এরপর শুভেন্দুর খাসতালুক হিসেবে পরিচিত নন্দীগ্রামেও তৃণমূলের রাজনৈতিক কর্মসূচি হয়েছে ৷ নন্দীগ্রামে সভা করে সেখান থেকেই ভোটে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার শুভেন্দুর বাড়ির কাছে সভা করে বিজেপি নেতার গড়েই তাঁকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাইছেন অভিষেক ৷
গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামে মমতার সভার দিনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে তৃণমূলের শক্ত ঘাঁটি দক্ষিণ কলকাতায় রোড শো এবং সভা করে যান শুভেন্দু অধিকারী ৷ সেবার রাসবিহারীতে সভা করলেও খুব শিগগিরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আরও কাছে হাজরা মোড়ে সভা করার ঘোষণা করে দিয়েছেন তিনি ৷ এ দিন তমলুকের সভা থেকে শুভেন্দু জানিয়ে দিয়েছেন, ফেব্রুয়ারি মাসে ডায়মন্ড হারবারে গিয়ে সভা করবেন তিনি ৷ যে এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
Be the first to comment