রোজদিন ডেস্ক :- এর আগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তির কাউন্সেলিং নোটিশ দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছিল আগামী ১৫ জুলাই সোমবার দুপুর ৩ টে থেকে ইতিহাস বিভাগের জন্য পিএইচডিতে ভর্তির কাউন্সেলিং শুরু হবে।
আর সেই কথা মতো অবশেষে আজ যাবতজীবন সাজাপ্রাপ্ত জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দামের বিশ্ববিদ্যালয়ে ভর্তির কাউনিসিলিং শুরু হচ্ছে। ধুয়াসার মধ্যে থাকা সমস্ত জট কাটলো আজ।
মেধাতালিকায় প্রথমেই নাম রয়েছে অর্ণবের। কাউন্সেলিংয়ের পর ১৮ জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করতে হবে ভর্তি প্রক্রিয়া।
জানা গিয়েছে, ইতিমধ্যেই হুগলি সংশোধনাগার থেকে অর্ণব দামকে নিয়ে আসা হয়েছে বর্ধমান সংশোধনাগারে। সোমবার তিনি বিশ্ববিদ্যালয়ে যাবেন। ওই দিন তাঁর ভর্তির কাজের জন্য অন্তর্বর্তী প্যারোল মঞ্জুর করেছেন এডিজি কারা। উল্লেখ্য, পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হন অর্ণব দাম। কিন্তু, এই ফলাফল প্রকাশের পর বর্ধমান বিশ্ববিদ্যালয় আচমকাই ভর্তির কাউন্সেলিং স্থগিত করে দেয়।
Be the first to comment