রোজদিন ডেস্ক:- শেষ দফা ভোটের আগে ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ অশোক নগর ও বারুই পুরে সভা করবেন মোদী। তিনি বলেন তৃণমূল ও সিপিএম একই কয়েনের এপিঠ-ওপিঠ’। আরোও বলেননিজেদের ভোটব্যাঙ্কের জন্য সব কাজ করছে তৃণমূল কংগ্রেস’ বলেন অশোক নগর সভা থেকে। তৃনমূল কে কটাক্ষ করে আরোও বলেন ‘মা-মাটি-মানুষের কথা বলে তৃণমূল কংগ্রেস, কিন্তু মাকে ভয় দেখাচ্ছে, মাটিকে অপমান করছে তৃণমূল কংগ্রেস’।
লোকসভা নির্বাচনের শেষবেলার প্রচারে মঙ্গলে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 1 জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। সপ্তম দফায় বাংলার নয়টি আসনে ভোট রয়েছে। ওই তালিকায় আছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং বারাসত। আজ বারাসত কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে আশোকনগর হরিপুর মাঠে জনসভা করছেন মোদী। আজকের সভা থেকে দলীয় কর্মীদের নরেন্দ্র মোদী কী বার্তা দেন সেই দিকেই বিশেষ নজর রয়েছে। তবে মনে করা হচ্ছে আজ মোদীর বক্তব্যে উঠে আসতে পারে দুর্নীতি প্রসঙ্গ। প্রসঙ্গত, দিনকয়েক আগে, হরিপুর মাঠে জনসভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরই মোদীর আজকের জনসভা ৷
বসিরহাট এবং বারাসতের মানুষকে প্রণাম জানিয়ে বক্তৃতা শুরু করলেন মোদীর।
মোদী বলেন, ‘‘ঘূর্ণিঝড় রেমালের দিকে কেন্দ্রের নজর ছিল। আমরা সবাই মিলে মোকাবিলা করেছি। আমি খোঁজ নিচ্ছিলাম। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্য দল ভাল কাজ করেছে। কেন্দ্র প্রয়োজনীয় সাহায্য রাজ্য সরকারকে দিচ্ছে।’’
তিনি বলেন পশ্চিমবঙ্গের এই দুর্দশা কে করল? প্রথমে কংগ্রেস লুটেছিল। তার পর বামেরা লুটেছিল। এখন তৃণমূল দুই হাতে লুট করছে। তিন জনেই দোষী। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন দিল্লিতে কংগ্রেস এবং বামকে সমর্থন করবে। মানুষ সব খেলা বুঝে গিয়েছে।’’
মোদী বলেন, ‘‘তৃণমূল এবং জোট ‘ইন্ডিয়া’র আপনাদের উন্নয়নের সঙ্গে কোনও সম্পর্ক নেই। এরা শুধু নিজেদের ভোটব্যাঙ্ককে তুষ্ট করতে চায়। সংবিধানের ক্ষতি হচ্ছে বলে চিৎকার করতে থাকা মানুষদের পশ্চিমবঙ্গে এসে দেখে যেতে বলুন। এখানকার ওবিসিদের ধোঁকা দিয়েছে তৃণমূল। আদালতে তা প্রকাশ্যে এসেছে। কলকাতা হাই কোর্ট বলেছে, ৭৭ মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণা করা অসাংবিধানিক। তৃণমূল লক্ষ ওবিসি যুবদের অধিকার কেড়ে নিয়েছে জিহাদিদের মদত জোগানোর জন্য। আদালতের এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রীর রূপ দেখে আমি স্তম্ভিত। বিচারকদের উপর প্রশ্ন তোলা হচ্ছে। আমি তৃণমূলীদের প্রশ্ন করতে চাই, এ বার কি বিচারকদের পিছনেও গুন্ডা পাঠাবে! ন্যায়পালিকার গলা টিপছে তৃণমূল। তৃণমূল সত্যি সহ্য করতে পারছে না। যারা তৃণমূলের সত্য সামনে আনবে, তাদেরই টার্গেট করে ওরা।’’
মোদী বলেন, ‘‘নারীদের শক্তিশালী করতে হবে। মহিলাদের নামে পাকা বাড়ি দিচ্ছে মোদী। মা-বোনেদের চালের চিন্তাও করতে হবে না। মোদী আপনাদের বিদ্যুৎ বিল শূন্য করে দেবে। তার জন্য প্রকল্প শুরু হয়েছে। যাঁরা আবেদন করবেন, তাঁদের বাড়িতে সৌর প্যানেল বসানোর জন্য ৭৫ হাজার টাকা দেওয়া হবে। অতিরিক্ত বিদ্যুৎ সরকার কিনে নেবে।’’
তিনি বলেন রেখাকে দেখে মনে হয় মা দুর্গার পূজারি, বাহাদুর বেটি।
Be the first to comment