শোকে সুব্রতর স্মরণসভায় যাননি, অথচ পার্টিতে যান মমতা ; বিস্ফোরক শুভেন্দু

Spread the love

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে তিনি এতটাই শোকাহত ছিলেন যে, বিদায়ী পঞ্চায়েত মন্ত্রীর স্মরণসভায় তিনি হাজির থাকতে পারেননি। অথচ তার পরিবর্তে সে দিনই তিনি ইকো পার্কের বিলাসবহুল পার্টিতে যোগ দিলেন, যেখানে ১০০০-এরও বেশি অতিথি ৩০টিরও বেশি সুস্বাদি মেনু সহকারে পিকনিক করছিলেন ৷ নাম না-করে এ ভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

কালীপুজোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূলের অন্যতম নির্ভরযোগ্য ও প্রবীণ সদস্য সুব্রত মুখোপাধ্যায় ৷ সে দিন হাসপাতালে গিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আলোর দিনে যে এত বড় অন্ধকার নেমে আসবে ভাবতে পারিনি ৷” সুব্রত মুখোপাধ্যায়ের নশ্বর দেহ তিনি দেখতে পারবেন না বলেও জানিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ এরপর প্রয়াত নেতার শেষকৃত্য এমনকী স্মরণসভাতেও দেখা যায়নি তাঁকে ৷

যে দিন সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভা ছিল, সে দিন ইকো পার্কে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছিল ৷ সেখানে বসেছিল চাঁদের হাট ৷ তৃণমূলের নেতারা ছাড়াও সেখানে দেখা গিয়েছে টলিউডের নামী তারকাদের ৷ সে দিনের অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এই ঘটনাই তুলে ধরে মমতাকে তীব্র কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী ৷

সরাসরি নাম না-করে টুইটে বিরোধী দলনেতা লিখেছেন, “কোনও একজন এই ধারণার প্রতিষ্ঠা করার খুব চেষ্টা করেছিলেন যে, তাঁর শোক এতটাই বেশি ছিল, তিনি প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভাতে যোগ দেওয়ার অবস্থাতেও ছিলেন না ৷ তবে তার পরিবর্তে ইকো পার্কের মিষ্টিকা ব্যাঙ্কোয়েটের বিলাসবহুল পার্টিতে ৩০টিরও বেশি সুস্বাদু মেনু-সহযোগে ১০০০-এরও বেশি অতিথির পিকনিকে তিনি উপস্থিত থাকাকে বেছে নিয়েছিলেন ৷”

রাজ্যের আর্থিক সমস্যার পরিস্থিতিতে এই বিরাট পার্টি আয়োজন নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি টুইটে আরও লেখেন, “উজ্জ্বল সিনহার ফার্মের আয়োজন, কেভেন্টারের (যারা মেট্রো ডেয়ারির শেয়ার কিনেছিল) সঙ্গেও এর সংযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ খরচ হয়েছে প্রায় ১ কোটি ৷ কোনওরকম টেন্ডার ডাকা হয়নি ৷ এই সবকিছু এমন একটা সময়ে হয়েছে, যখন রাজ্যের আর্থিক অবস্থা টালমাটাল এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা যখন জ্বলছেন ৷”

করোনার কারণে গত বছর বিজয়া সম্মিলনী অনুষ্ঠান বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে এ বার সেই উপলক্ষে চাঁদের হাট বসে নিউটাউনে ৷ রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মতো দলের তারকারা ছাড়াও ছিলেন টলিউডের অনেক পরিচিত মুখ ৷

সেখানে দেখা গিয়েছে নীল ভট্টাচার্য, তৃণা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, কৌশিক সেন-সহ আরও অনেককে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তুলে পোস্ট করেছেন বেশ কয়েকজন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*