রোজদিন ডেস্ক :- কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। রাজভবনের এক অস্থায়ী কর্মী তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। স্থায়ী নিযুক্তি এবং পদোন্নতির আশ্বাস দিয়ে রাজ্যপাল শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওই মহিললার।রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা নিয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। কিন্তু লিখিত অভিযোগ নিলেও তার ভিত্তিতে রাজ্যপালের বিরুদ্ধে পদক্ষেপ বা মামলা করার নিয়ম নেই। সাংবিধানিক পদের অধিকারী দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যপালরা কিছু আইনি রক্ষাকবচের অধিকারী হয়। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের বা ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষমতা নেই পুলিশের।
আজ সেই শ্লীলতাহানির বিতর্কে এবার রাজ্যপালের ফুটেজ-চ্যালেঞ্জ। সত্য সামনে আসার চ্যালেঞ্জ ছুড়ে ফুটেজ দেখাবে রাজভবন। আজ সকাল সাড়ে ১১টায় ফুটেজ জনসমক্ষে আনার ঘোষণা করা হয়। ফুটেজ সামনে এলে, ‘দেখানো হবে না’ মমতা কিংবা রাজ্য পুলিশকে। যে দিনের ঘটনা বলে অভিযোগ, সেই দিনের ফুটেজ প্রকাশের ঘোষণা করা হয় । আরও বলা হয় , মেল করলে কাল সকাল ১১টায় দেখতে পারবেন প্রথম ১০০জন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর পুলিশ এই ফুটেজ পাবে না।
দাবি “পুলিশ বেআইনি ও অসাংবিধানিক তদন্ত করছে।”
সংঘাতের মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা রাজভবনের।
Be the first to comment