সিএএ ও এনআরসি প্রতিবাদকে গণ আন্দোলনের রূপ দিতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সোম, মঙ্গলের পর বুধবারও নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে পথে নামলেন মুখ্যমন্ত্রী। এদিন হাওড়া ময়দান থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত তৃণমূলের পদযাত্রা।
গত দু’দিনের মতো বুধবারের মিছিলেরও নেতৃত্বে থাকবেন দলনেত্রী মমতা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মিছিল হাওড়া ময়দান থেকে শুরু হয়ে হাওড়া ব্রিজ হয়ে আসবে ব্রেবোন রোডে। সেখান থেকে তা পৌঁছাবে ডোরিনা ক্রসিংয়ে।
বুধবার হাওড়া ময়দানে মিছিল শুরুর আগে শপথ পাঠ করালেন মমতা। মমতার শপথ, আমরা সবাই নাগরিক। আমরা সবাই সিটিজেন। সর্ব ধর্ব সমন্বয় আমাদের জীবন, আমাদের আদর্শ। কাউকে বাংলা ছাড়তে হবে না। কাউকে দেশ ছাড়তে হবে না। নিশ্চিন্তে থাকব। শান্তিতে থাকব। এনআরসি ও ক্যাব ও কা (সিএএ) হবে না। মিছিলের আগে সিএএ ও এনআরসি বিরোধিকায় একঝাঁক স্লোগান দিলেন তৃণমূল সুপ্রিমো।
নাগরিকত্ব সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে গত দু’দিন ধরেই পথে নেমে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। চাঁচাছোলা ভাষায় বিঁধছেন মোদী সরকারকে। একই সঙ্গে বিক্ষোভকারীদেরও শান্তিপূর্ণ উপায়ে আন্দোলনের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। ‘শান্তিপূর্ণ আন্দোলনেই সফলতা মিলবে’ বলে নিজের বিশ্বাসের কথা সভায় বারংবার তুলে ধরেছেন তিনি।
দেখুন সরাসরি-
Be the first to comment