গতকাল উদ্বোধন হল মাঝেরহাট ব্রিজের। গতকাল রাত ১২টা ১৫ থেকে ব্রিজ চালু হয়। আজ সকাল থেকে বাস চলাচল শুরু হয়েছে। বাস, ট্যাক্সি চলায় বাধা না থাকলেও, ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। চলছে পুলিশের তরফে নজরদারীও।
এই সেতুটি তৈরিতে খরচ হয়েছে প্রায় ৩১১ কোটি টাকা। আগে এই ব্রিজের বহন ক্ষমতা ছিল ১৫০ টন, নতুন ব্রিজের বহন ক্ষমতা বেড়ে হয়েছে ৩৮৬ মেট্রিক টন। অত্যাধুনিক মাঝেরহাট ব্রিজের দৈর্ঘ্য ৬৫০ মিটার। এই ব্রিজের ঝুলন্ত অংশ ২২৭ মিটার। রয়েছে ৪টি লেন। সকাল থেকেই ব্যস্ততার চেনা ছবিটা ফিরে এসেছে মাঝেরহাট ব্রিজে।
Be the first to comment