আজ সকাল থেকে মেঘলা রয়েছে আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, পূর্ব মেদিনীপুরে আগামী ২ থেকে ৩ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলোতেও মাঝারি বৃষ্টি হবে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরেও। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পঙে আজ এবং কাল বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Be the first to comment