সবার মতামত নিতে হবে, আরও সময় লাগবে; সোনিয়ার সঙ্গে বৈঠক শেষে জানালেন পাওয়ার

Spread the love

ছবি- (এএনআই)

সোমবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ১০, জনপথের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। প্রায় ৫০ মিনিটের বৈঠকের শেষে শরদ পাওয়ার বলেন, তাঁর দল মহারাষ্ট্রে সরকার গঠনের লক্ষ্যে সহযোগী দলগুলির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাওয়ার বলেন, তিনি সোনিয়াকে কেবলমাত্র মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জানিয়েছেন। সরকার গঠন নিয়ে তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি। তিনি বলেন, আমরা মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

তিনি আরও বলেন, আমরা মহারাষ্ট্র পরিস্থিতির উপর নজর রেখে চলেছি। কংগ্রেস ও এনসিপি নেতারা ভবিষ্যৎ পন্থা স্থির করবার জন্য আরও আলোচনা করবেন। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেছেন, দু দলের প্রতিনিধিরা দু-একদিনের মধ্যে বৈঠক করবেন। টুইটে সুরজেওয়ালা বলেছেন, শরদ পাওয়ার আজ কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করে তাঁকে মহরাষ্ট্র পরিস্থিতির কথা জানান। ঠিক হয়েছে দু-একদিনের মধ্যে এনসিপি ও কংগ্রেসের প্রতিনিধিরা পরবর্তী পদক্ষেপ স্থির করার জন্য দিল্লিতে বৈঠকে বসবেন।

মহারাষ্ট্রে শিবসেনা নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন বিষয়ে আলোচনা করবার জন্য গত কয়েকদিন ধরে লাগাতার বৈঠক করে চলেছেন কংগ্রেস ও এনসিপি নেতারা। সোনিয়ার সঙ্গে বৈঠকের আগে শরদ পাওয়ার বলেন, সমস্ত রাজনৈতিক দল মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য নিজস্ব পন্থা অবলম্বন করে চলেছে। রাজ্যে সরকার গঠনের জন্য কোনও দল দাবি না করায় গত ১২ নভেম্বর মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন ঘোষিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*