দেশজুড়ে খুলে গেছে প্রায় সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু ব্যতিক্রম দেখা গিয়েছে এক জায়গায়। দিল্লির নিজামুদ্দিন দরগা। দেশের সমস্ত ধর্মীয় স্থান খোলার অনুমতি মিললেও, এই দরগার দুয়ার এখনও বন্ধ।
কর্তৃপক্ষের তরফে দরগা কমিটির সদস্য সালমি নিজামুদ্দিন বলেন, “আমাদের দরগা খুলতে কোনও বাধা নেই। কিন্তু এখন না খোলারই সিদ্ধান্ত নিয়েছি আমরা। কারণ দরগা খুললেই ভিড় করতে পারেন মানুষ। সামাজিক দূরত্বের বিধি রক্ষা করা সম্ভব নাও হতে পারে। মিডিয়া আবার আমাদের গোটা সম্প্রদায়কে অপরাধী হিসেবে চিহ্নিত করবে সারা দেশের কাছে। আর কোনও বিতর্ক চাই না আমরা।”
Be the first to comment