সাত মাস পর মুক্তি পেলেন ফারুক আবদুল্লা

Spread the love

আটক হওয়ার সাত মাস পর মুক্তি পেলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা৷শুক্রবার জম্মু-কাশ্মীর পুলিশ তাঁকে মুক্তি দেয়৷

গত বছরের ৫ অগাস্ট আটক করা হয় ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি সহ উপত্যকার বহু নেতাকে৷ জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা রদ করে সেখানকার বিশেষ মর্যাদা শেষের কথা যখন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার তখনই নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে আটক করা হয় তাদের৷

দীর্ঘদিন ধরেই কাশ্মীরের নেতাদের মুক্তির দাবি জানিয়ে আসছিল তৃণমূল, এনসিপির মত বিরোধী দলগুলি। ফারুক আব্দুল্লা ছাড়াও ওমর আব্দুল্লা ও মেহবুবা মুফতিকেও গ্রেফতার করা হয়েছিল।

ইতিমধ্যে মায়ের মুক্তি চেয়ে বারবার সরব হন মেহেবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি৷ আটক করহা হয় তাঁকেও৷ ওমর আবদুল্লাহর একটি ছবি সামনে এলে, তা ভাইরাল হয়ে যায়৷ রাজ্যের মুখ্যমন্ত্রী টুইটারে লেখেন, আবদুল্লাহ কে চেনাই যাচ্ছে না৷ জননিরাপত্তা আইনে কেন ওমর বন্দি তাই নিয়ে জম্মু কাশ্মীর প্রশাসনের কাছে জবাবও চায় সুপ্রিম কোর্ট৷

প্রসঙ্গত জনসুপরক্ষা আইনে যে কাউকেই বিনা বিচারে তিন মাস বন্দি রাখা যায়৷ ওমর আবদুল্লাহ সেই বন্দিত্ব থেকেই মুক্তি পেতে চলেছেন৷ বাকিদের ভাগ্যের শিঁকে কবে ছিঁড়বে এখনও জানা যায়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*