সাত সকালেই চিদম্বরমের বাড়িতে সিবিআই, গ্রেফতার হতে পারেন তিনি

Spread the love

আইএনএক্স মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্ট
প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পর থেকেই দুই কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সিবিআই ও ইডি-র অফিসাররা গতকাল সন্ধ্যায় পৌঁছেছিলেন তাঁর বাড়িতে। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেখানে ছিলেন না। রাতেও ফেরেননি। বলতে গেলে তিনি এখন বেপাত্তা।

পি চিদম্বরমকে নিয়ে পরিস্থিতি ক্রমশই নাটকীয় মোড় নিচ্ছে। জল্পনা বাড়ছে তাঁর গ্রেফতারির সম্ভাবনা নিয়েও। গতকাল গভীর রাতে তাঁর বাড়ির দেওয়ালে নোটিস লাগিয়ে দেন সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা। সেখানে বলা হয়, দু’ঘন্টার মধ্যে তাঁর সামনে হাজিরা দিতে হবে চিদম্বরমকে। আজ সকালে ফের তাঁর জোরবাগের বাড়ি পৌঁছে যায় সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম। এই নিয়ে গত আঠারো ঘন্টায় তিন বার চিদম্বরমের বাড়িতে হানা দিল সিবিআই-ইডি।

প্রসঙ্গত, আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় চিদম্বরমকে আগে একাধিক বার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ, ২০০৭ সালে চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম আইএনএক্স কোম্পানিকে
বেআইনিভাবে বিদেশি অর্থ পাওয়ার সুযোগ করে দেন। আর জানা যায় এর জন্য বিপুল অঙ্কের কাটমানি নিয়েছিলেন কার্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*