সাত সকালে কাঁপল তিন দেশ, কম্পনের মাত্রা ছিল অনেকটাই বেশি..

Spread the love

রোজদিন ডেস্ক :- সাত সকালে তীব্র ভূমিকম্পে কাঁপল চিলি। ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার সকালে, উত্তর চিলির আন্তোফাগাস্তা শহর কেঁপে ওঠে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩।

কম্পনের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর আন্তোফাগাস্তা থেকে ১৬৪ মাইল (২৬৫ কিলোমিটার) পূর্বে, ৭৮.৫ মাইল (১২৬ কিলোমিটার) গভীরতায়। চিলির পাশাপাশি কেঁপে ওঠে বলিভিয়া এবং আর্জেন্তিনাও। বাকি দুই দেশেও কম্পন অনুভূত হয়।

তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তিন দেশেই কম-বেশি অনুভূত হয়েছে কম্পন। দক্ষিণ পেরুতেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে, মাটি থেকে ১৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। মাটির এত নীচে ভূমিকম্প সৃষ্টি হলে, সাধারণত ভূপৃষ্ঠে ততটা প্রভাব পড়ে না। তবে, এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

এএফপি জানিয়েছে, এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।
🅼🅼🅰🆁🅸🅿🅾🆂🅰 🇵🇷
@MMariposa31
·
Follow
Chilenos vacilan el #terremoto #earthquake de #chile

8:23 AM · Jul 19, 2024
258
Reply
Share

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*