আজ বিধানসভায় কৃষি বিলের খসড়া পেশ করবে পাঞ্জাবের অমরিন্দর সিং-এর সরকার। আম আদমি পার্টির বিধায়করা দাবি জানিয়েছিলেন যে ঐ খসড়ার কপি তাঁদের দিতে হবে। সরকার এই দাবি অগ্রাহ্য করেছে। তাই আপ বিধায়করা গতকাল সারারাত বিধানসভা ভবনে কাটালেন।
এ প্রসঙ্গে পাঞ্জাবের আপ নেতা হরপাল চিমা বলেন, “আমাদের দল কৃষি আইনের বিরুদ্ধে বিল আনলে তা সমর্থন করবে। কিন্তু সরকারের উচিত সেই বিলের কপি আগেভাগে আমাদের দেখানো। নাহলে আমরা এবিষয়ে আলোচনা ও বিতর্ক চালাব কী করে?”
Be the first to comment