সারা দেশ জুড়ে ছাত্র আন্দোলনের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

এনআরসি ও ক্যাবের বিরুদ্ধে উত্তাল সারাদেশ। বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদে সরব আন্দোলনে। দেশজুড়ে শ্রমিক, কৃষক, ছাত্র পৃথক পৃথক আন্দোলনে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও প্রতিবাদ জানাতে পথে। দিল্লি জামিয়া, আলিগড়, জেএনইউ, বাংলাতেও আলিয়া, প্রেসিডেন্সি, যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও পথে নেমেছে।

গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভায় বলেন, ইউপিতে পুলিশের গুলিতে ছাত্র মারা গেছে আর ওখানকার মুখ্যমন্ত্রী বলছে আরও গুলি চালানো উচিৎ। ছাত্ররা জামিয়া মিলিয়াতে আন্দোলন করছে আর এক নেতা বলছে গুলি করে সব মেরে দাও! ছাত্ররা আন্দোলন করলেই তাকে গিয়ে মারছে। ঐতিহাসিক রামচন্দ্র গুহকে অপমান করা হয়েছে। এটা লজ্জাজনক।

তিনি আরোও বলেন, যদি একটা আন্দোলন করার জন্য আপনি গুলি মারেন তো আমাকে গুলি করে দিন কিন্তু মনুষ্যত্বকে গুলি মারবে না, মানবিকতাকে গুলি মারবেন না, মানুষকে গুলি মারবেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*