সিনেমায় তাঁর অবদান অসামান্য, কানের বিশ্বমঞ্চে মরণোত্তর সম্মান শ্রীদেবীকে

Spread the love

সিনেমার জগতে তাঁর অসামান্য অবদানের জন্য সদ্য প্রয়াত ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীকে মরণোত্তর সম্মান জানানো হবে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে। চলচ্চিত্রের বৈচিত্র্য এবং উৎকৃষ্টতার জন্য ‘টাইটান রেজিনাল্ড এফ লুইস ফিল্ম অনার্স’ পুরষ্কার দেওয়া হয়। ২০১৮ সালে এই পুরষ্কার পাচ্ছেন শ্রী।

আগামী ১৬ মে কান শহরের লে ম্যাজেস্টিক বিচ-এ ওই অনুষ্ঠান আয়োজিত হবে। শ্রীদেবী-র স্বামী বনি কাপুর এবং তাদের মেয়ে জাহ্নবী ও খুশি কাপুর অনুষ্ঠানে উপস্থিত থাকবন বলে জানা গিয়েছে। বিশ্বমঞ্চে শ্রীদেবীর এই স্বীকৃতি লাভে উচ্ছ্বসিত বনি সংবাদমাধ্যমকে জানান, ‘বিশ্বব্যাপী মানুষ যে তার কাজকে, চলচ্চিত্রে তার অবদানকে স্বীকৃতি দিচ্ছে, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত। ওকে হারানোর গভীর শূন্যতা আছে, তবে তার মধ্যেও সে যে তার কাজের মধ্য দিয়ে বেঁচে আছে এটাই আমার সান্ত্বনা।’

কান-এর এই সম্মান পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগেই শ্রীদেবী ‘মম’ চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। এই ফিল্মে শ্রীদেবী এক মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি তাঁর সত মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চান। চলচ্চিত্রটির পরিচালক রবি উদ্যাওয়ার। শ্রী-এর মেয়ের ভূমিকায় ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সজল আলী।

শ্রীদেবীকে জাতীয় পুরষ্কার দেওয়া নিয়ে মৃদু বিতর্কও ছিল। অনেকে বলেছিলেন, তাঁর মৃত্যু হয়েছে বলেই তাঁকে সম্মান জানানো হল, অনেকের অভিযোগ ছিল শেখর কাপুরের সঙ্গে ভাল সম্পর্ক বলেই শ্রী পুরষ্কার পাচ্ছেন। ফিল্ম নির্মাতা শেখর কাপুর ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিদের চেয়ারপার্সন ছিলেন। কিন্তু তিনি জানান, জুরি বোর্ডে বারবার ভোট নেওয়া হয়েছে এই বিষয়ে। কারণ শেখর নিজেই শ্রীকে মনোনিত করতে রাজি ছিলেন না। আশঙ্কা ছিল শ্রীয়ের মৃত্যুর কারণেই আবেগের বশবর্তী হয়ে জুরিরা তাঁকে নির্বাচিত করছেন। কিন্তু জুরিরা একবাক্যে স্বীকার করেছেন, মম ছবিতে শ্রীদেবীর অসাধারণ অবদানের কারণেই তিনি পুরষ্কার পেয়েছেন। আর কোনও বিষয় নেই এর মধ্যে। প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরষ্কারের ইতিহাসে শ্রীদেবীই প্রথম, যিনি মরনোত্তর সম্মান পেয়েছেন।গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের একটি হোটেলে শ্রীদেবী মারা যান। তাঁর মৃত্যু স্বাভাবিক, না কোনও রহস্য আছে এর পেছনে, তা নিয়ে ব্যাপক জল্পনা ছিল। এমনকি সুপ্রিম কোর্টেও এঘটনার স্বাদীন তদন্ত চেয়ে আবেদন করা হয়েছিল। গত শুক্রবারই শীর্ষ আদালত সে আবেদন নামঞ্জুর করে দিয়েছে। ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*