যে সাহসী জওয়ানরা দেশের সীমান্ত রক্ষার জন্য বিএসএফ-এ যোগ দিয়েছেন, তাঁদের আমার বাড়ির বাইরে দারোয়ানের ডিউটি দেওয়া হয়েছে । এটা খুবই খারাপ । কেন্দ্রের বিরুদ্ধে এ ভাবেই তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র । এই নিয়ে আগেই অভিযোগ জানিয়েছেন তিনি ।
তাঁর দিল্লির বাড়ির বাইরে যে রাইফেলধারী জওয়ানদের মোতায়েন করা হয়েছে, তাঁদের অবিলম্বে সরিয়ে নেওয়ার আর্জি জানিয়ে টুইট করেন মহুয়া মৈত্র । সেই টুইট তিনি ট্যাগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও অমিত শাহকে । এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে টুইটে লিখেছিলেন, ‘‘আমার বাড়ির বাইরে বিএসএফের তিনজন রাইফেলধারী দাঁড়িয়ে রয়েছেন ৷ ওঁদের দাবি, ওঁরা আমার নিরাপত্তার জন্য বারাখাম্বা রোড থানা থেকে এসেছেন ৷ এখনও আমার বাড়ির বাইরেই রয়েছেন ওঁরা ৷ আমি ভারতের একজন স্বাধীন নাগরিক ৷ মানুষই আমাকে রক্ষা করবেন ৷’’
তবে এখানেই থেমে থাকেননি তিনি। কেন্দ্রীয় সিদ্ধান্তকে কটাক্ষ করে তিনি পরপর টুইট করেন । একটিতে লেখেন, ”ভারতের সীমান্ত রক্ষার জন্য বিএসএফ-এ যোগ দিয়েছেন আমাদের সাহসী যুবা জওয়ানরা । আর তাঁদের আমার বাড়ির বাইরে দারোয়ানের ডিউটি দেওয়া হয়েছে, এটা খুবই খারাপ ।” এই টুইটের সঙ্গে তাঁর বাড়ির বাইরে জওয়ানদের পাহারা দেওয়ার ছবিও পোস্ট করেন মহুয়া ।
অপর একটি টুইটে তিনি লেখেন, শুধুমাত্র আমার সুরক্ষার জন্য নিজেদের রিসোর্স নষ্ট করবেন না । সবাইকে সুরক্ষা দিন । আমার বিশেষ কোনও কিছুর প্রয়োজন নেই । আমি নিরাপত্তা নেব না । আমার উপর যদি নজরদারি চালাতে চান, তাহলে আমাকে জিজ্ঞাসা করুন, আমি জবাব দিচ্ছি । ভারতের গণতন্ত্র ইতিমধ্যেই ঝুঁকির মুখে রয়েছে । আমরা রাশিয়ান গুলাগ (সোভিয়েত রাশিয়ার দাসশিবির)-এ আছি, এটা অনুগ্রহ করে মনে করাবেন না ।
Be the first to comment