অমৃতা ঘোষ:-
আরজি করের ধর্ষণ ও হত্যা কাণ্ডে শুরু থেকেই মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। মহিলাদের ‘রাত দখল’-এর প্রতিবাদে তিনি সামিল হওয়ার ডাক দিয়েছিলেন। পরবর্তী সময়ে কলকাতা পুলিশের সিপিকে নিয়েও পোস্ট করেছেন। এবার তাঁকে ডেকে পাঠাল লালবাজার।
যদিও ঠিক কী কারণে তাঁকে তলব করা হয়েছে তা এখনই স্পষ্ট নয়।
রবিবার বিকেল ৪টের মধ্যে তৃণমূল সাংসদকে লালবাজার আসতে বলা হয়েছে। সুখেন্দু শেখর রায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে আরজি কর কাণ্ডে লিখেছিলেন, ””কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই।”
Be the first to comment