প্রতীকী ছবি
কলকাতার সুবোধ মল্লিক স্কোয়্যারের একটি পার্ক থেকে উদ্ধার হলো এক শিশুকন্যার দেহ। রবিবার সকালে ওই পার্কের নিরাপত্তারক্ষীর বিষয়টি নজরে আসে। তিনি তৎক্ষণাৎ মুচিপাড়া থানায় খবর দেন। পুলিশের প্রাথমিক অনুমান, শিশুটিকে খুন করা হয়েছে।
তবে পুলিশ সূত্রে জানা গেছে, এক মহিলা তাঁর আট মাসের শিশুকন্যাকে নিয়ে সুবোধ মল্লিক স্কয়্যার পার্কের বাইরে ফুটপাথে থাকতেন। ঘুমাতেন ওইখানেই। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, অন্যান্য দিনের মতো শনিবার রাতেও তিনি ওখানে তাঁর মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে তিনটে নাগাদ তাঁর ঘুম ভাঙলে তিনি দেখেন মেয়ে পাশে নেই। তিনি চিৎকার শুরু করেন।
এরপর খোঁজ শুরু হয় শিশুটির। কিন্তু খুঁজে পাওয়া যায়নি ওই শিশুকন্যাকে। এরপর রবিবার ভোর পাঁচটা নাগাদ ওই নিরাপত্তারক্ষী মুচিপাড়া থানায় ফোন করেন। জানান , পার্কে এক শিশুকন্যার দেহ পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুচিপাড়া থানার পুলিশ। জানা যায়, ওই শিশুকন্যাই গতরাতে নিখোঁজ হয়েছিল।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহ, খুন করে ওই শিশুর দেহ পার্কে ফেলা হয়েছে। তদন্তের সুবিধার্থে ওই শিশুর মাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Be the first to comment