নীলেন্দু শেখর ত্রিপাঠী : মহালয়ার পুণ্য লগ্নে কলকাতার অন্যতম সেরা পুজো সুরুচির সংঘের থিম সং-এর উদ্বোধন হয়ে গেল। এবারেও সুরুচির থিম সং-এর রচয়িতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জিৎ গাঙ্গুলির সুরে সম্প্রীতির বার্তাবাহী এই গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। অরূপ বিশ্বাসের এই পুজো এ বছর ৬৪ বছরে পদার্পণ করল। পুজোর মূল থিম ‘বৈচিত্র্যের মুক্তোয় গাঁথা একতার মণিহার’। অর্থাৎ সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভিত্তি করে এই পুজোর থিম সাজিয়েছেন ক্লাব কর্তারা। এদিন সুরুচির মণ্ডপের সামনে বসে যায় চাঁদের হাট। টলি সেলেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৃজিত মুখার্জি, রাজ চক্রবর্তী, নূসরত জাহান, অঙ্কুশ ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। ঢাকের তালে কোমর দোলালেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে রুপোলি পর্দার কুশীলবরা।
Be the first to comment