উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে উপনির্বাচনকে সামনে রেখে আজ প্রথম নির্বাচনী কর্মীসভা তৃণমূল কংগ্রেসের। সেই কর্মীসভাতে কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদ বলেন– “আপনাদের দোওয়া আশীর্বাদ চাই, সুলতান সাহেব যেভাবে আপনাদের মধ্যে ছিলেন আমিও সেভাবেই থাকবো।”
সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উপনির্বাচন এই কেন্দ্রে। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রয়াত সুলতান আহমেদের স্ত্রী সাজদা আহমেদ। নির্বাচনী প্রচারের এই সভায় আজ উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ সুব্রত বক্সি, পুরনগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী রাজীবব ব্যানার্জী, বিধায়ক ইকবাল আহমেদ, নির্মল মাঝি, অরূপ রায়, সানা আহমেদ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব সহ প্রয়াত সুলতান আহমেদের পরিবারের মানুষজনও।
রাজ্য সভাপতি সাংসদ সুব্রত বক্সী বলেন “মমতা বন্দ্যোপাধ্যায়েরর আশীর্বাদ ও সুলতান আহমেদের স্মৃতি আমাদের এগিয়ে চলার প্রেরণা। এই নির্বাচন আমাদের কাছে বিশেষ বড় নির্বাচন না হলেও এটা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন।” জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়ের ডাকেই এই কর্মীসভা, তিনি বলেন সুলতান আহমেদের উন্নয়ন ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে চলেই এই নির্বাচনে সাজদা আহমেদ বিপুল ব্যবধানে জয় লাভ করবে।
কর্মীসভার পরদিন থেকেই জোদকদমে শুরু হয়ে যাবে নির্বাচনী কার্যকলাপ জানায় তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সাবিরুদ্দিন মোল্লা। অন্যান্য রাজনৈতিক দল আপাতত কোনো প্রার্থী ঘোষণ করেনি।
Be the first to comment