হ্যাঁ ঠিকই শুনেছেন সোনার শহরে দেব। তবে ব্যাপারটা একটু আলাদা, সোনা দিয়ে বাঁধানো মহল এমনকি মাটিও সোনার এমনই এক শহরকে খুঁজে পেতে যে দুঃসাহসিক অভিযান তা নিয়েই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ছবি আমাজন অভিযান। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন দেব, ডেভিড জেমস, স্বেথলেনা এছাড়াও লাবণী সরকার, তমাল রায় চৌধূরী।
ছবিতে শঙ্কর (দেব) বিশ্বভ্রমণ যার নেশা হঠাৎ-ই আন্না-র (স্বেথলেনা) কথায় সব ছেড়ে দিয়ে আন্নার বাবা মার্কোর (ডেভিড জেমস) স্বপ্ন পূরণের জন্য পাড়ি দেয় সোনার শহরের দেব। এই নিয়েই এক দুঃসাহসিক অ্যাডভেঞ্চার আমাজন অভিযান।
এই অভিযানে বেরিয়ে শঙ্কর, আন্না ও মার্কো বাধা, বিপত্তি, প্রতিকুলতা, প্রাকৃতিক অবস্থা কাটিয়ে কিভাবে তাদের লক্ষে পৌঁছাবে সেই নিয়েই ছবির আসল গল্প। যদিও মাঝ রাস্তাতেই মারা যায় মার্কো। শেষে শঙ্কর ও আন্না পৌঁছায় তাদের কাঙ্খীত লক্ষ্যে____ আমাজনে।
ছবিটির শ্যুটিং হয়েছে ব্রাজিলের দুই নদী রিও নেগ্রো ও রিও সেলিমসে নদীতে। তবে ইতিমধ্যেই এক বিরাট রেকর্ড গড়ে ছবিটি। এক সপ্তাহে আয় হয়। ছবিটি নির্মান করতেও খরচ হয় ২০-২৫ কোটি যা বাংলা সিনেমায় এক রেকর্ড অঙ্ক।
বাংলা ছাড়াও অন্যান্য ভাষায় পাওয়া যায় ছবিটিকে। প্রথম সপ্তাহে আয় হয় ৫.৫ কোটি এমনটাই জানায় প্রযোজক মহেন্দ্র সোনী ও শ্রীকান্ত মেহতা। যা এযাবৎ রেকর্ড। এক বিশাল অর্থনৈতিক সাফল্য আমাজন অভিযানে।
Be the first to comment