করোনা রুখতে আজই লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজই ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’কে তুড়ি মেরে উড়িয়ে মুম্বইয়ের বান্দ্রা স্টেশনে হাজির হলেন হাজার-হাজার মানুষ। যাঁরা মূলত পরিযায়ী শ্রমিক। সকলেরই বক্তব্য, দিনের পর দিন সামান্য খাবারটুকুও জুটছে না তাঁদের, পাচ্ছেন না পানীয় জলও। তাই তাঁরা বাড়ি ফিরতে চান।
পরিস্থিতি বেগতিক বুঝে লাঠিচার্জ শুরু করে পুলিশ। ছত্রভঙ্গ হয়ে যায় ভিড়। কিন্তু এই অভাবে খিদের তাড়নায় ফের যেভাবে একজোট হয়ে বাড়ি ফিরতে চাইলেন হাজার-হাজার শ্রমিক, তাতেই অশনিসংকেত দেখছেন অনেকেই।
Be the first to comment