আপনার নিজের পছন্দের দাম দিতে এবার উদ্যোগ নিল স্কুল সার্ভিস কমিশন। বাড়িতে বসেই এবার পছন্দমত স্কুল বাছাইয়ের সুযোগ পাবেন শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা। কাউন্সেলিংয়ের জন্য তাঁদের স্কুল সার্ভিস কমিশনের সদর দফতরে পর্যন্ত আসতে হবে না। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন।করোনা ভাইরাস সংক্রমণ সময় নিয়োগ প্রক্রিয়ার ওপর হাইকোর্ট স্থগিতাদেশ তুলে দিলেও কমিশনের সদর দফতরে চাকরিপ্রার্থীদের সশরীরে কাউন্সেলিং করানো কার্যত অসম্ভব। এমনটাই মনে করছেন এসএসসির আধিকারিকরা। তাই দীর্ঘদিন ধরে কাউন্সেলিংয়ের যে নিয়ম ছিল সেই নিয়মকে বদল করে পুরো কাউন্সেলিং প্রক্রিয়াকেই অনলাইন করতে চায় স্কুল সার্ভিস কমিশন। তারা ভাবছে, বাড়িতে বসেই চাকরিপ্রার্থীদের পছন্দসই স্কুল বাছাইয়ের সুযোগ করে দিতে।
প্রসঙ্গত, গত বছর পুজোর আগেই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে মেধাতালিকা প্রকাশ করলেও সেই মেধা তালিকায় গরমিল ও অস্বচ্ছতার অভিযোগ তোলেন প্রার্থীদের একাংশ। সেই অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পর হাইকোর্ট উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ দেয়।
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত আদালতের বিচারাধীন। তবে স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন রাখা হয়েছে, যাতে উচ্চ প্রাথমিকে নিয়োগ মামলা নিয়ে একটি স্পেশাল কোর্ট বসানো হয়। মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে।
Be the first to comment