রোজদিন ডেস্ক :- টানা তাপপ্রবাহ থেকে কি অবশেষে স্বস্তি মিলবে এই নিয়ে অনেক খতিয়ে পর্যবেক্ষণ এর পর অনেক অপেক্ষার পর তীব্র গরম দাবানলের হাত থেকে রেহাই পেতে চলেছে এবার গোটা বাংলা আর তা নিয়ে শুক্রবার বিকেলে আশার বাণী দিলো হাওয়া অফিস।
এপ্রিলের মাঝামাঝি থেকে গ্রীষ্মের তীব্র দাবদহে কাহিল গোটা বাংলা। উত্তরের দুই পাহাড়ি জেলা ছাড়া বাকি সব জায়গাতেই চলছে কম-বেশি তাপপ্রবাহ। গত ৩০ এপ্রিল কলকাতার তাপমাত্রা ৭০ বছরের রেকর্ড ভেঙে পৌঁছে যায় ৪৩ ডিগ্রিতে। যদিও বৃহস্পতিবার থেকে গরম হাওয়া বা ‘লু’ বওয়া কমেছে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ায় জারি রয়েছে প্রবল অস্বস্তি। অবশেষে দহন জ্বালা থেকে সাময়িক মুক্তি মিলতে চলেছে। দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে হাওয়া অফিস।
রবিবার থেকে রাজ্যের উপকূলের ও পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়বে সোম ও মঙ্গলবার। ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টি বেশি হতে পারে। আগামী সপ্তাহে সমুদ্রে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আবহাওয়া দফতরের তরফে ৬ এবং ৭ মে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
Be the first to comment