শনিবার হংকংয়ে একটি ঘোড়া দৌড়ের প্রদর্শনি থেকে দর্শক ও কর্মীদের নিয়ে আসছিল একটি ডাবল-ডেকার বাস। এরপর বাসটি নতুন অঞ্চলে এসে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু হয়। আর আহত হয় প্রায় ৫০ জন। এদের অনেককেই ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে বের করেছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এই ডাবল ডেকার বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। পুলিশ চালককে আটক করে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
প্রসঙ্গত, হংকংয়ের গণপরিবহন সাধারণত নিরাপদ। বড় ধরনের কোনো দুর্ঘটনা খুবই বিরল। এর আগে সর্বশেষ ২০০৩ সালে একটি ডাবল-ডেকার বাস একটি লরির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে ২১ জনের প্রাণহানি ঘটে। পরে লরি চালকের সাত মাসের কারাদণ্ড হয়।
Be the first to comment