হরিয়ানা ও মহারাষ্ট্রের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। শনিবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, দুই রাজ্যেই ভোট হবে ২১ অক্টোবর এবং ভোটের ফল ঘোষণা হবে ২৪ অক্টোবর। পাশাপাশি, ৬৪ টি আসনে উপনির্বাচন হবে ৷ দুর্গাপুজোর কারণে পশ্চিমবঙ্গে আপাতত উপনির্বাচন স্থগিত থাকছে ৷
চলতি বছর ২ নভেম্বর হরিয়ানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৷ ৯ নভেম্বর শেষ হচ্ছে মহারাষ্ট্র বিধানসভার মেয়াদ ৷ আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা দুই রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেন ৷ দুই রাজ্যেই এক দফাতে ২১ অক্টোবর ভোট হবে ৷ মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ২৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি হবে ৷ মনোনয়ন জমার শেষ দিন ৪ অক্টোবর ৷ ৭ অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৷ ২১ অক্টোবর দুই রাজ্যেই ভোট হবে ৷ ২৪ অক্টোবর ভোটের ফলাফল ঘোষিত হবে ৷
এদিকে বিধানসভা ভোটকে ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে বলে জানান মুখ্য নির্বাচন কমিশনার ৷ নির্বাচনে টাকার প্রবাহ রুখতে প্রার্থী পিছু খরচের মাত্রাও বেঁধে দেওয়া হয়েছে ৷ প্রতি প্রার্থী ২৮ লাখ টাকা ভোট প্রচারে ব্যবহার করতে পারবেন ৷ মহারাষ্ট্রে দুজন খরচ সংক্রান্ত বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হবে ৷ প্রতিটি নিরাপত্তা পোস্টে ২৪ ঘণ্টা ওয়েবকাস্টিংয়ের বন্দোবস্ত করা হবে বলে জানান সুনীল অরোরা ৷ নির্বাচন প্রক্রিয়ায় পরিবেশ বান্ধব জিনিস ব্যবহারেরও আর্জি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার ৷
উল্লেখ্য, ৯০ আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভায় ৪৭টি আসন দখলে রয়েছে বিজেপির দখলে ৷ কংগ্রেস ও ন্যাশনাল লোক দল যথাক্রমে ১৫ ও ১৯টি আসন জিতেছিল ৷ বাকি আসনগুলি আঞ্চলিক দলের দখলে এসেছিল ৷ ২০১৪ সালে মহারাষ্ট্রে পৃথকভাবে লড়েছিল বিজেপি ও শিবসেনা ৷ ১২২ টি আসনে জিতেছিল বিজেপি ও শিবসেনার দখলে এসেছিল ৬৩ টি আসন ৷
পাশাপাশি, ১৭টি রাজ্যের ৬৪টি লোকসভা ও বিধানসভা আসনে উপনির্বাচন হবে ৷ অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, মেঘালয়, পুদুচেরি, তেলাঙ্গানায় একটি করে আসনে উপনির্বাচন হবে ৷ কর্নাটকে ১৫, অসমে ৪, বিহারে ৫, কেরলে ৫, রাজস্থানে ২, সিকিম ৩, তামিললাড়ুতে ২ টি আসনে উপনির্বাচন হবে ৷ উত্তরাখণ্ডে পঞ্চায়েত নির্বাচনের কারণে উপনির্বাচন স্থগিত রাখা হবে ৷ একইভাবে দুর্গাপুজোর কারণে পশ্চিমবঙ্গেও স্থগিত থাকছে উপনির্বাচন ৷
Be the first to comment