আজ শুক্রবার অর্থাৎ মহালয়ার আগের দিন হাতিবাগান, চালতাবাগান ও হিন্দুস্থান পার্কের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, তাঁর জীবনে ছুটি বলে কিছু নেই। মানুষ যখন এই উৎসবে রাস্তায় থাকে, তখন তিনি প্রতি ঘণ্টায় পরিস্থিতির খোঁজ নেন।
হাতিবাগানের পুজো উদ্বোধন সেরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নবান্ন থেকেই সোজা এখানে চলে এসেছি। আমার জীবনে ছুটি বলে কিছু নেই। একঘণ্টাও ছুটি নিইনি। যে দিন ছুটি আসবে, সে দিন হয়তো আমি থাকব না।” তাঁর কথায়, “এই পুজোর সময়ে আপনারা যখন রাস্তায় থাকেন, তখন আমি ঘণ্টায় ঘণ্টায় খোঁজ নিই। সব ঠিকাছে তো? সব ঠিকাছে তো? সব ঠিকাছে তো?”
এদিন হাতিবাগানের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কাল মহালয়া। কাল সকালে পিতৃ তর্পণ করে বিকেল থেকে মাতৃতর্পণ শুরু।”
Be the first to comment