হাথরাসের মর্মান্তিক ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ..

Spread the love

রোজদিন ডেস্ক :- হাথরাসে পদপিষ্ট হয়ে ১২৩ জনের মৃত্যুর ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, ৬ জনই মঙ্গলবার সৎসঙ্গের দিন আয়োজক কমিটির সদস্য হিসেবে কাজ করছিলেন। এদের মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন মহিলা। তবে ঘটনার পর এখনও ভোলেবাবার খোঁজ মেলেনি। তাঁর খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার হাথরাসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। আহত হয়েছেন অন্তত ৩১ জন। মঙ্গলবার সৎসঙ্গে ভাষণ দেওয়ার পর থেকেই উধাও ‘ভোলে বাবা’। খোঁজ মেলেনি মূল অভিযুক্ত দেবপ্রকাশের।
যদিও ‘ভোলে বাবা’র আইনজীবী জানিয়েছেন, তদন্তে সবধরনের সহযোগিতা করবেন তিনি। এদিকে দেবপ্রকাশের খোঁজে হাথরাস, এটাহে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হাথরাসের ঘটনার তদন্তে বিচার বিভাগীয় কমিশনও তৈরি করেছেন। ইতিমধ্যেই এ বিষয়ে একটি তদন্ত কমিটি তৈরি হয়েছে। পুলিশও নিজেদের মতো করে তদন্ত চালাচ্ছে। আদিত্যনাথ জানিয়েছেন, প্রাথমিকভাবে সৎসঙ্গের জন্য যারা প্রশাসনের থেকে অনুমতি নিয়েছিল, তাদের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*