১ জুন থেকে প্রতিদিন ২০০ নন এসি ট্রেন টাইম টেবল মেনে চলবে। এমনটাই রেলমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন সংবাদসংস্থা পিটিআইকে। তবে এও জানানো হয় যে এখনই কোনও এসি ট্রেন চলবে না।
তবে ১ জুন থেকে শুরু হতে চলা ট্রেনের টিকিট কীভাবে কাটা যাবে তা বিস্তারিত কিছু জানায়নি রেল। তবে ইতিমধ্যেই রেল ট্রেনে ওঠার ক্ষেত্রে যেসব বিধিনিষেধ আরোপ করেছে তা হয়তো বজায় থাকবে। বর্তমান নিয়ম অনুযায়ী, ট্রেন যাত্রীদের মোবাইল ফোনে ‘আরোগ্য সেতু’ অ্যাপ বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে ভারতীয় রেল।
Be the first to comment