রোজদিন ডেস্ক :- কে হবেন বিরোধী দলনেতা তা নিয়ে গত কয়েকদিন ধরেই নানা জল্পনা। তবে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকারকে লিখিতভাবে জানিয়েছেন রাহুল গান্ধীই লোকসভার বিরোধী দলনেতা হবেন। কংগ্রেস নেতা কেসি বেনুগোপাল তেমনটাই জানিয়েছেন।
চলতি বছর লোকসভা নির্বাচনে ৯৯ আসনে জয়ী হয়েছে কংগ্রেস। ৯ জুন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে একযোগে সকলেই বিরোধী দলনেতা হিসাবে রাহুল গান্ধীকে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ করেন। যদিও রাহুল তৎক্ষণাৎ সিদ্ধান্তের কথা জানাননি। অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শুরুতেই স্পিকার নির্বাচন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। এই পরিস্থিতিতেই রাহুলকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করল কংগ্রেস।
রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসেবে তাঁর এই মনোনয়ন সর্বান্তকরণে গ্রহণ করেছেন। রোজদিনের পক্ষ থেকে রাহুল গান্ধীর জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Be the first to comment