১৫ ফেব্রুয়ারির পর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন৷ পশ্চিমবঙ্গে নির্বাচন হতে পারে ৬ থেকে ৮ দফায়। সূত্রের খবর, আগামী মে মাসের ১ তারিখের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন। কারণ সেই সময়েই শুরু হতে চলেছে সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা৷
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছিলেন ৭-৮ দিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে ৷ বিনা পয়সায় রেশন,কন্যাশ্রী, রূপশ্রী চাইলে তৃণমূলকে ভোট দিন৷ বিজেপিকে বিদায় দিন ৷ বিজেপি সব বিক্রি করে দিচ্ছে৷ ব্যাংক,বিমা সব বেসরকারিকরণ করে দিচ্ছে৷ তেলের দাম বাড়িয়ে দিচ্ছে ৷
এদিকে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দল৷ পাশাপাশি তৎপর নির্বাচন কমিশনও৷ কলকাতাসহ জেলায় জেলায় বুথগুলিকে প্রস্তুত করতে বলা হয়েছে ৷
রাজ্যে ঘুরে গিয়েছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল-বেঞ্চ৷ রাজনৈতিক দল ও প্রশাসনের সঙ্গে দফায়-দফায় বৈঠক করেন মুখ্য় নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ আসন্ন নির্বাচন পরিচালনা নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত শুনেন তিনি৷ এছাড়া রাজ্য়ের সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় নির্বাচন কমিশনের৷
এর আগে রাজ্য সফরে এসে প্রয়োজনীয় সব রিপোর্ট নিয়ে গিয়েছিলেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে সেই সময় ক্ষোভও প্রকাশ করেছিলেন।
এমনকী রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রয়োজনে জেলাশাসক, পুলিশ সুপারদের মতো সরকারি আধিকারিকদের অপসারণেরও ইঙ্গিত দিয়ে রেখেছে কমিশন।
অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশনে আসছেন নতুন তিনজন আধিকারিক৷ এরা হলেন বিজিত ধর,সৌরভ বারিক ও অরিন্দম নিয়োগী৷
সূত্রের খবর, নির্বাচন কমিশন নতুন তিনজন আধিকারিককে নিয়োগ করল রাজ্য মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) দফতরে৷ রাজ্য থেকে পাঠানো তালিকা থেকে এদের নেওয়া হয়েছে৷ রাজ্য ৯ জন আধিকারিকের তালিকা পাঠিয়েছিল৷
উল্লেখ্য,সম্প্রতি রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে তিনজনকে বদলি করা হয়। এরা হলেন জয়েন্ট সিইও অনামিকা মজুমদার, অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মণ ও ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্য৷ এদের মধ্যে শৈবাল বর্মণকে বদলি হয় নবান্নে৷
যুগ্ম সিইও অনামিকা মজুমদার ইভিএম এবং ভোট কর্মীদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন৷ ডেপুটি সিইও অমিত জ্যোতি ভট্টাচার্য্যকেও সরিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মূলত মিডিয়া সেল এবং ভোট প্রচার সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করতেন তিনি। অতিরিক্ত সিইও শৈবাল বর্মন মডেল কোড অফ কন্ডাক্ট এবং আইন শৃঙ্খলা দেখভালের দায়িত্বে ছিলেন৷
Be the first to comment