রোজদিন ডেস্ক :- ১৮ তম লোকসভার স্পিকার পদে ফের ওম বিড়লা। ধ্বনি ভোটে জয়ী NDA প্রার্থী-রাজস্থানের কোটার সাংসদ।
প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল বুধবার। আজ সকাল ১১ টা নাগাদ NDA-এর জোট প্রার্থী হিসেবে ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন প্রধানমন্ত্রী।
একটু আগে লোকসভায় ধ্বনি ভোটে নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। বিজেপি তথা এনডিএ আগের লোকসভার স্পিকার ওম বিড়লাকেই দ্বিতীয়বারের জন্য বেছে নেয়। অন্যদিকে, কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের তরফে প্রার্থী ছিলেন প্রবীণ সাংসদ কে সুরেশ। তিনি কংগ্রেসের এমপি। স্বাধীনতার পর এই প্রথমবার স্পিকার পদের নির্বাচনে লড়াই হলেও বিরোধীরা শেষ পর্যন্ত ডিভিশন বা ভোটাভুটি চায়নি। ধ্বনি ভোটে নির্বাচিত হল ওম বিড়লা।
ডেপুটি স্পিকার পদ বিরোধীদের না দেওয়ায় ইন্ডিয়া জোট স্পিকার পদে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও কংগ্রেস এককভাবে কে সুরেশকে প্রার্থী ঘোষণা করায় তৃণমূল-সহ ইন্ডিয়া জোটের একাধিক শরিক ক্ষোভ প্রকাশ করে। শেষ পর্যন্ত সব জোট শরিকই সুরেশের মনোনয়ন মেনে নেয়।
তবে বিরোধীরা স্পিকার নির্বাচনে লড়াই করলেও ভোটাভুটি চান নি। প্রোটেম স্পিকার তাই ধ্বনি ভোটে ওম বিড়লাকে স্পিকার পদে বেছে নেন।
Be the first to comment