১৯৯৩ সালের ২১শে জুলাই নো ভোটার কার্ড নো ভোট এই দাবীতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ১৩ টি যুবক। তারপর ২৬ বছর কেটে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লড়াই সংগ্রামের মাধ্যমে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারকে হটিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন৷ কিন্তু সেইদিনটিকে স্মরণ করে সেই দিন থেকে আজও পর্যন্ত ২১শে জুলাই শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবারেও একইভাবে শহীদদের স্মরণ করা হবে ধর্মতলায়। আজ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই ২১শে জুলাইয়ের খুঁটিপুজো করলেন ধর্মতলায়। সঙ্গে ছিলেন মন্ত্রী তাপস রায়, এমএমআইসি দেবাশিষ কুমার, রতন দে, এছাড়া সন্দীপ বক্সী প্রমূখ। সুব্রত বক্সী বলেন, অন্যান্য বছরের থেকে এবছরে আরোও বেশি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে সারা কলকাতাকে উত্তাল করে দেবে।সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবী করেছিলেন ‘নো এপিক কার্ড নো ভোট’ আর আজকের দাবী হলো ‘ইভিএম নয় ব্যালট চাই’, ইলেক্ট্রনিক মেশিনে ভোটে অনেক কারচুপি হয় তাই আবার ব্যালটে ফিরে আসতে চায় বিশ্বের অনেক দেশই এবং সেই মতের সাথে একেবারে সহমত মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং এই দাবী নিয়ে এবারের ২১শে জুলাই সফর করতে আহ্বান করা হয় সকল মানুষকে।
Be the first to comment