হুগলী জেলার সঙ্গে উত্তর ২৪ পরগনা ও নদীয়ার যোগাযোগ বাড়াতে চার লেনের একটি রাস্তা ও গঙ্গার ওপরে ছয় লেনের একটি সেতু তৈরীর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। খরচ বরাদ্দ হয়েছে প্রায় ১৭৭৯ কোটি টাকা। ডিপিআর-ও তৈরী হয়ে গেছে পুরোটাই খরচ করবে রাজ্য সরকার। ইতিমধ্যে ডাকা হয়েছে গ্লোবাল টেন্ডার।
জানা গিয়েছে হুগলীর মগরা থেকে সপ্তগ্রাম হয়ে রাস্তাটি সোজা চলে যাবে গঙ্গা পর্যন্ত। সেখানেই গড়ে উঠবে সেতু। যার উল্টোদিকে কল্যাণী। রাস্তাটি কল্যাণী ছুয়ে ৩৪ নং জাতীয় সড়কের বরজাগুলি পর্যন্ত যাবে। যার মোট দৈর্ঘ্য ২১ কিঃমিঃ।
অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরী সেতুটির দৈর্ঘ্য হবে ৭০০ মিটার। সেতুটিকে আকর্ষণীয় করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতুটির নকশা করছে ডেনমার্কের একটি সংস্থা। প্রযুক্তির ভাষায় যাকে বলা হয় কেবল স্ট্রেইড ব্রিজ।
তবে একথা বলাই যায় এই রাস্তা ও সেতু তৈরী হয়ে গেলে যাতায়াতের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। এর ফলে প্রত্যক্ষ ভাবে উপকৃত হবেন বর্ধমান, হুগলী, নদীয়া ও উত্তর ২৪ পরগণার মানুষ।
Be the first to comment