কনকনে শীতেই কাটবে বড়দিন। পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। ৩-৪ দিন এরকমই কনকনে ঠাণ্ডা থাকবে।
মঙ্গলবার বড়দিন। কলকাতা সেজে উঠেছে রঙে-আলোয়। ক্রমশ নামছে তাপমাত্রার পারদ। আবহাওয়া দফতর বলছে, বড়দিনেও জাঁকিয়ে শীত থাকবে কলকাতায়। রাতের তাপমাত্রা কমবে। টানা দু’দিন ১৩ ডিগ্রির নীচে থাকবে পারদ। আগামী ৩-৪ দিন থাকবে কনকনে ঠান্ডা।
উত্তর থেকে দক্ষিণ। জেলাতেও শীত পড়েছে জাঁকিয়ে। সর্বনিম্ন তাপমাত্রা, দার্জিলিং-৩.৮ ডিগ্রি বাগডোগরা-৮.৮ ডিগ্রি, কোচবিহার-৯.১ ডিগ্রি, মালদহ-১৩.৩ ডিগ্রি, আসানসোল-৯.৯ ডিগ্রি, বাঁকুড়া-১০ ডিগ্রি, দিঘা-১০.২ ডিগ্রি, পানাগড়-৯.৩ ডিগ্রি, পুরুলিয়া-৭.৬ ডিগ্রি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, তিরিশ বছরের রেকর্ড ভেঙে বড়দিনে জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়। বছরের শেষ সপ্তাহে তাপমাত্রা ঘোরাফেরা করবে দশের আশেপাশে।
শীত নিয়ে হা পিত্যেশের দিন শেষ। কলকাতার বুকে এবার শীতের চওড়া হাসি।
Be the first to comment