সুফল বাংলা থেকে শহরের বেশ কয়েকটি বাজারে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম সেখানে ৫৯ টাকা। এছাড়া কৃষি বিপণন দফতর কলকাতার বিভিন্ন বাজারের বাইরে গাড়িতে কম দামে পেঁয়াজ বিক্রি করছে। সরকার সরাসরি কৃষকদের থেকে পেঁয়াজ কিনতে সচেষ্ট বলে দাবি দফতরের আধিকারিকদের।
গতকাল থেকেই রেশন দোকানেও মিলছে ন্যায্যমূল্যে পেঁয়াজ। শহরের ৯৩৫টি রেশন দোকানে কেজি প্রতি ৫৯ টাকা দরে পাওয়া যাচ্ছে পেঁয়াজ। রবিবার রাতেই পাইকারি বাজার থেকে পেঁয়াজ সংগ্রহ করে রেশন দোকানে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ১ কিলো করে পেঁয়াজ দেওয়া হচ্ছে।
এদিকে গতকালই যাদবপুরে বাজারে গিয়ে সরেজমিনে ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Be the first to comment