৫ ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ

Spread the love

আসন্ন বিধানসভা নির্বাচনের ফলে এবার পূর্ণাঙ্গ বাজেটের বদলে রাজ্যে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে শুক্রবার ৫ ফেব্রুয়ারি। এজন্য এবার ৫-৮ ফেব্রুয়ারি সংক্ষিপ্ত অধিবেশন ডাকা হচ্ছে বলে জানা গিয়েছে। এটাই হতে চলেছে বর্তমান বিধানসভার শেষ অধিবেশন।

এদিকে আবার বাম এবং কংগ্রেস বারবার অভিযোগ তুলেছে বিরোধীদের এ রাজ্যে কোন মর্যাদা নেই। আর সেই অভিযোগ সামনে রেখে বাম এবং কংগ্রেস এবার বিধানসভায় এই ভোট অন অ্যাকাউন্ট বক্তৃতা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে।

তাছাড়া বিধানসভায় অধিবেশন শেষ না করে মুলতুবি করা আছে বলে এ বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ রাখা হচ্ছে না। গত ১০ বছর‌ ধরে‌ রাজ্যের শাসক তৃণমূল সাংবিধানিক এবং গণতান্ত্রিক রীতিনীতি একেবারেই মানছে না বলে বিরোধী বাম এবং কংগ্রেস যুক্তি দেখিয়েছে বয়কটের কারণ হিসেবে।

বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর এই বিষয়ে গলাতে একই সুর দেখা গিয়েছে।

সুজন চক্রবর্তীর বক্তব্য, গত পাঁচ বছরে ১৬১ দিন অধিবেশন বসলেও তারমধ্যে ১৬-১৭ দিন শোক প্রস্তাবের জন্য আলোচনা মুলতুবি রাখতে হয়েছে। একইরকম ভাবে আব্দুল মান্নানের বক্তব্য, রাজ্যের আইন শৃঙ্খলা কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে নিয়ে তারা কিছুই বলতে পারছেন না। বিরোধীদের অধিকারী এ ভাবে কেড়ে নেওয়ায় ভোট অন অ্যাকাউন্ট বয়কট করতে হচ্ছে।

তাছাড়া বুধবারের বিধান সভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেও বিরোধী কংগ্রেস এবং বাম না থাকার সিদ্ধান্ত নিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*