অমৃতা ঘোষ :- চিকিৎসাধীন অবস্থায় উধাও হয়ে যাচ্ছেন একের পর এক রোগী। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
পরিস্থিতি এমন ৭ দিনে ১২১ জন রোগী নিখোঁজ হয়েছে হাসপাতাল থেকে। শুধু সোমবারই ২০ জন রোগী গায়েব হয়েছেন হাসপাতাল থেকে। এদের বেশিরভাগই চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলেন মেল ডিপার্টমেন্টে। ঘটনার জেরে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রোগী নিখোঁজের ঘটনা স্বীকার করে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ফেসিলিটি ম্যানেজার দিলীপ কুমার পলমল জানিয়েছেন ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী এক মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে। হাসপাতালের তরফে বলা হয়েছে রোগীরা নিয়ম অনুযায়ী ছুটি না নিয়ে চলে যাচ্ছেন। এদিকে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের দাবি মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসা হয় না বলে রোগীরা চলে যাচ্ছেন।
Be the first to comment