রবিবার রাতেই ভারত রাশিয়াকে ছাড়িয়ে গিয়েছিল করোনা আক্রান্তের পরিসংখ্যানে। এবার আক্রান্তের সংখ্যা সাত লক্ষ ছাড়াল। মঙ্গলবার সকালে স্বাস্থ্যমন্ত্রক এই পরিসংখ্যান দিল। মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ১৯ হাজার ৬৬৫ জন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৫২ জন, মৃত্যু হয়েছে আরও ৪৬৭ জনের। এ যাবৎ দেশে মোট করোনায় মৃত ২০ হাজার ১৬০ জন।
এই মুহূর্তে করোনা আক্রান্তের পরিসংখ্যানে এক দিকে যেমন তৃতীয় স্থানে রয়েছে তেমনই মৃতের সংখ্যা বিচারে ভারতের অবস্থান বিশ্বে ৮ নম্বরে। সোমবার রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। আশঙ্কার বিষয়, গত কয়েক দিনের প্রথা ভেঙে দিল্লিতে সেরে ওঠা রোগীর তুলনায় আক্রান্তের সংখ্যা বেশি। অন্যদিকে দেশে করোনায় ২০ হাজার ১৬০ জন মৃতের মধ্যে অন্তত ৯ হাজার জনই মহারাষ্ট্রের।
তবে আশার কথা, সরকারি বুলেটিনে প্রকাশ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫১৫ জন রোগী। দেশে করোনা মুক্ত রোগীর সংখ্যা ৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৮ জন। পাশাপাশি, করোনা পরীক্ষার পরিসংখ্যান ১ কোটি ছাড়িয়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এ পর্যন্ত ১ কোটি ২ লক্ষ ১১ হাজার ৯২ জন করোনা রোগীর পরীক্ষা হয়েছে।
Be the first to comment