হর গোবিন্দ খোরানা
(জন্ম: জানুয়ারী ৯, ১৯২২ – মৃত্যু: নভেম্বর ৯, ২০১১)
তিনি ছিলেন একজন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। আমিনো এসিডের কোডন এর সিকুয়েন্স বের করার এক সহজ পদ্ধতির আবিষ্কারকর্তা তিনি। ১৯৬৮ সালে তিনি নোবেল পুরস্কার লাভ করেন।
তাঁকে বহু সম্মানে সম্মানিত করা হয় যেমন চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৬৮), গির্ডনার ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, লুইজা গ্রস হরউইটজ প্রাইজ (কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক,মার্কিন যুক্তরাষ্ট্র), উইলার্ড গিবস অ্যাওয়ার্ড (মার্কিনযুক্তরাষ্ট্র), এবং ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করে। এছাড়াও ২০০৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব উইসকনসিন- ম্যাডিসন, ভারত সরকার ও ইন্দো-আমেরিকা বিজ্ঞান ও প্রযুক্তি ফোরাম “খোরানা প্রোগ্রাম” চালু করে।
.
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
===============================================================================================
অনিকেত চট্টোপাধ্যায়
জন্মঃ ৯ জানুয়ারি ১৯৬৩
তিনি একজন জার্নালিস্ট ও চলচ্চিত্র পরিচালক। তিনি কিছু বাংলা ছবি পরিচালনা করেছেন। কলকাতা টিভির বাংলা খবরের চ্যানেলের এডিটর হিসাবেও তিনি বিশেষ পরিচিত।
ছ-য়ে ছুটি, বাই বাই ব্যাংকক, গোড়ায় গন্ডগোল, মহাপুরুষ ও কাপুরুষ, জানলা দিয়ে বউ পালালো, রুম নং ১০৩, শঙ্কর মুদি, কবির ইত্যদি ছবি তিনি পরিচালনা করেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
ফারহান আখতার
জন্মঃ ৯ ই জানুয়ারি ১৯৭৪
তিনি একজন ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক, প্লেব্যাক গায়ক, চিত্রনাট্যকার, টেলিভিশনের হোস্ট এবং গীতিকার। তিনি চিত্রনাট্যকার জাভেদ আখতার এবং হানি ইরানির পুত্র। হোস্ট হিসাবেও তাঁর সুখ্যাতি আছে।
রক অন, লাক বাই চ্যান্স, জিন্দেগি না মিলেগি দুবারা, বোম্বে টকিজ, ভাগ মিল্খা ভাগ, ইত্যাদি ছবিতে অভিনয় এছাড়াও ব্রেথলেস, দিল চাহতা হ্যায়, ডন, লক্ষ, পজিটিভ, ডন২, ডন৩ ছবিগুলি পরিচালক ও লেখক তিনি।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
===============================================================================================
ফারাহ খান
(জন্ম: ৯ই জানুয়ারি ১৯৬৫)
তিনি একজন ভারতীয় নৃত্য পরিকল্পনাকারী, চলচ্চিত্র পরিচালক, অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক। তিনি বলিউড চলচ্চিত্রে তিনি অসংখ্য নৃত্যপরিকল্পনা’র করেছেন। ৮০ টিরও বেশি হিন্দি চলচ্চিত্রের নৃত্যপরিকল্পনা করেছেন। চলচ্চিত্র পরিচালক হিসেবেও কাজ করছেন তিনি। সর্বোপরী, তিনি কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র প্রকল্প যেমন, মেরি গোল্ড: অ্যান অ্যাডভেঞ্চার ইন ইন্ডিয়া, মনসুন ওয়েডিং এবং চাইনীজ চলচ্চিত্র পারহেপ্স লাভ এ কাজ করেছেন।তিনি জলক দিখলা জা তে হোস্ট হিসাবে কাজ করেছেন।
এছাড়াও তিনি জালওয়া, সাত সাল বাদ, কুছ কিছ হোতা হ্যায়, অভিষেক, ম্যায় হু না, ওম শান্তি ওম, জোকার, সিরিন ফারাদ কি তো নিকাল পাড়ি, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
=======================
তথ্য সংগ্রহেঃ মাসানুর রহমান
Be the first to comment