আজকের দিন

Spread the love

পার্থ চট্টোপাধ্যায়

জন্মদিন ৬ অক্টোবর ১৯৫৬, স্থান- কলকাতা

তৃণমূল কংগ্রেসের মহাসচিব তথা রাজ্যের উচ্চশিক্ষা ও বিদ্যালয় শিক্ষামন্ত্রী হলেন পার্থ চট্টোপাধ্যায়। এর আগে তিনি শিল্প মন্ত্রী-সহ গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব পালন করেছেন। তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে আসীন ছিলেন। পার্থবাবু তাঁর শিক্ষাজীবনে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র, পরে আশুতোষ কলেজ থেকে স্নাতক এবং আইআইএসডব্লিউবিএস থেকে এমবিএ করেন। পরে তিনি অ্যান্ডিউল-এ দায়িত্বপূর্ণ পদে আসীন ছিলেন। যদিও পার্থবাবু তাঁর ছাত্রাবস্থাতেই দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে কর্পোরেট জগতে বড়ো পদের চাকরি ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে ফুল টাইম রাজনীতিতে প্রবেশ করেন। তাঁর স্ত্রী বাবলি চ্যাটার্জি সম্প্রতি প্রয়াত হয়েছেন। এক কন্যা ও জামাতা আছেন। ৬ অক্টোবর তাঁর জন্মদিনটি ব্যস্ততার সঙ্গে কাটান। তৃণমূল ভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনও করেন। পার্থ চট্টোপাধ্যায়কে জন্মদিনে রোজদিন শুভেচ্ছা জানায়। আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করি।

মেঘনাদ সাহা

জন্মদিন ৬ অক্টোবর ১৮৯৩, স্থান- ঢাকা, বাংলাদেশ

কলকাতা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। থারমাল আয়োনাইজেশন-এর জন্য তাঁকে সারা বিশ্ব আজও মনে রেখেছে। পদার্থ বিদ্যা ও গণিত শাস্ত্রে বিশেষ বুৎপত্তি ছিল তাঁর। বিশ্বের প্রথম বৈজ্ঞানিক যিনি অ্যাস্ট্রোফিজিক্স বা অ্যাস্ট্রোকেমিস্ট্রির জগতে নক্ষত্রের রঙের বর্ণালীর সঙ্গে তাপমাত্রার সমীকরণ করে সূত্র বার করেন। তাঁর নাম পদার্থ বিদ্যায় নোবেল-এর জন্য বিবেচিত হলেও দুঃখের বিষয় তিনি নোবেল পুরস্কার পাননি। পরবর্তীকালে রাজনীতিতে তিনি সক্রিয় অংশ নেন এবং ১৯৫২ সালে সাংসদ হন। তাঁর আবিষ্কৃত সূত্রগুলি কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তাঁর জন্মদিনে রোজদিনের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন।

গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়

জন্ম ৬ অক্টোবর ১৯২২

বাংলার কীর্তন এবং লোকসংগীত জগতের এক বিশিষ্ট শিল্পী। মাত্র ১০ বছর বয়সে তাঁর গান রেকর্ড করা হয়। ৩৫টি ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করেছেন। শুধু কীর্তনই নয়, অতুলপ্রসাদ, রজনীকান্ত, দিজেন্দ্রগীতিতেও তিনি ছিলেন দক্ষ শিল্পী। তাঁর অভিনয়ও মানুষের মনে দাগ কাটে। তাঁর ৮৯ বছরের জীবনে সংগীতশিল্পী হিসেবে বহু পুরস্কার পেয়েছেন। ২০১২ সালে তিনি প্রয়াত হয়। জন্মদিনে তাঁর প্রতি রোজদিনের শ্রদ্ধা জ্ঞাপন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*